উত্তরদিনাজপুর

রায়গঞ্জের রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা করল দুষ্কৃতিরা

একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা করল দুষ্কৃতিরা। বৃহস্পতিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সুদরর্শনপুর এলাকার রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের এটিএম কাউন্টারে। জানা গেছে, এদিন সকালে স্থানীয়দের নজরে আসে এটিএম কাউন্টারে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে মেশিন। এরপরই খবর দেওয়া হয় ব্যাঙ্ক কর্তৃপক্ষদের। এটিএম কাউন্টারের সি.সি.টিভি-তে ধরা পরে দুষ্কৃতকারিদের ছবি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

এবিষয়ে ব্যাঙ্কের প্রধান কোষাধ্যক্ষ অর্ণব কুমার ধর বলেন, এদিন সকালে এসে তারা দেখে এটিএম মেশিন ভেঙে পরে রয়েছে। সি.সি.টিভি-র ক্যামেরায় দেখা গিয়েছে রাত ১.৫০ মিনিট নাগাদ মুখ ঢেকে একজন দুষ্কৃতি এটিএম মেশিন ভাঙচুর করে। সি.সি.টিভি-র ক্যামেরা ভেঙে দেয়। ফলে কত জন দুষ্কৃতি ছিল তা বলা সম্ভব নয়। টাকা লুঠ হয়েছে কিনা সেই বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে বলে জানান তিনি।